Title
নলকুড়াব্যাপ্টিষ্ট মন্ডলী।
History
<p>নলকুড়াব্যাপ্টিষ্ট মন্ডলী: ডিকনেস চামেলী রেমা এই গীর্জাঘরের জন্য ১০ শতাংশ ও স্কুলের জন্য ২৩ শতাংশ জমি রেজি: করে দেন। এ গীর্জা ঘরের দৈর্ঘ্য ৫০ফুট ও প্রস্থ ২০ফুট। টিনের ছাউনি হাফ বিল্ডিং। এর মাধ্যমে একটি জিবিসি প্রাথমিক বিদ্যালয় শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এটি যেন সুন্দরভাবে পরিচালিত হয় সেজন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি-রেভা: নেহেরু গান্দাই, সেক্রেটারি-ডিকন রবি চিসিম, সহসম্পাদক-পা: শীতল চিসিম। প্রতি রবিবারে এখানে গীর্জা হয়। এছাড়া ছোট ছেলে মেয়েদের ধর্ম শিক্ষা দেয়ার জন্য সানডে স্কুল কার্যক্রম চলে।</p>