History
<p style="text-align: justify;">উপজেলা পরিষদ জামে মসজিদ ১৯৭৬ সনে প্রতিষ্ঠিত । মসজিদটি উপজেলা পরিষদ কমপ্লেক্স অবস্থিত (উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয়ের একেবারে সন্নিকটে)। মসজিদটি সাদা রঙের বিল্ডিং দেখেতে খুবই সুন্দর । এখানে ইসলাম ধর্ম গবেষণার জন্য একটি লাইব্রেরী আছে। মসজিদ সংলগ্ন দক্ষিণ পার্শে একটি পুকুর আছে। এই মসজিদের দায়িত্বে একজন ইমাম আছে। আশে পাশের মহল্লা ও বিভিন্ন এলাকা থেকে আগত ব্যস্ত শত শত মুসল্লী প্রতিদিন প্রতি ওয়াক্তে নামাজ আদায় করে থাকেন। এছাড়া জুমআর দিনে মসজিদে মুসলিগণের বিরাট জমায়েত হয়ে থাকে। মসজিদে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ পরিচালিত একটি মডেল লাইব্রেরী আছে, যা থেকে মুসলিগন ধর্মীয় বই পুস্তক পড়ে ধর্মীয় জ্ঞান আহরন করে থাকেন।</p><p> </p><p>ইমামের নাম-(হাফেজ মাওলানা মুফতি) মো: শাকির মাহমুদ</p><p>যোগাযোগ নম্বর-০১৭১০১৫১৯৬৪</p><p>কমিটির তালিকা:</p><table style="width: 500px;" border="1" cellpadding="1" cellspacing="1"><tbody><tr><td>ক্রমিক নং</td><td>নাম</td><td>পদবি</td></tr><tr><td><p>০১</p><p> </p></td><td><p>উপজেলা নির্বাহি অফিসার (পদাধিকার বলে)</p><p>বর্তামানে জনাব মোহাম্মদ আবদুল আওয়াল</p></td><td>সভাপতি</td></tr><tr><td>০২</td><td><p>উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পদাধিকার বলে)</p><p>বর্তমানে জনাব মো: আলমগীর হোসেন</p></td><td>সেক্রেটারী</td></tr><tr><td>০৩</td><td>উপজেলা কৃষি কর্মকর্তা (পদাধিকার বলে)</td><td>সদস্য</td></tr><tr><td>০৪</td><td>উপজেলা প্রকৌশলী (পদাধিকার বলে)</td><td>সদস্য</td></tr><tr><td>০৫</td><td>উপজেলা মৎস্য কর্মকর্তা (পদাধিকার বলে)</td><td>সদস্য</td></tr><tr><td>০৬</td><td>উপজেলাপ্রাণি সম্পদ কর্মকর্তা (পদাধিকার বলে)</td><td>সদস্য</td></tr></tbody></table>