Sunday January 2026

হটলাইন

কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯ এ ১০:৫০ PM

খেলাধুলা ও বিনোদন

কন্টেন্ট: পাতা

হালুয়াঘাট উপজেলায় কোন স্টেডিয়াম নাই। হালুয়াঘাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে বিভিন্ন ধরনের ক্রীড়া অনুষ্ঠান হয়ে থাকে। এ মাঠে গত বছর উপজেলা চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা হয়েছিল। গাজিরভিটা ইউনিয়ন ও স্বদেশী ইউনিয়নের ঐতিহাসিক ফুটবল প্রতিযোগিতা হয়েছিল। সেখানে জাতীয় ফুটবল টিমের অনেক ফুটবলার অংশগ্রহন করেছিল। প্রত্যেক বছর বৎসর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে ক্রিকেট লীগ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

গ্রামীন খেলাধুলার মধ্যে হাডুডু, কাবাদি, দাড়িয়া বান্দা ইত্যাদি উল্লেখযোগ্য।

ইউআইএসসি গুলো প্রজেক্টরের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতাগুলো প্রদর্শন করে থাকে। এতে করে গ্রামীন জনগন আনন্দ উপভোগ করে থাকে।

মাধ্যমিক স্কুল পর্যায়ে আন্ত: স্কুল ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রাথমিক স্কুল পর্যায়ে আন্ত: স্কুল গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন