Title
পূর্ব সংড়া জামে মসজিত ঈদগাহ
History
<div class="content clearfix"><p>ইহাকে হাজী বাড়ি মসজিদ নামে পরিচিত। সংড়া চৌ রাস্তা থেকে ১০০গজ দক্ষিণে অবস্থিত অর্থাৎ ইহা জয়রামুড়া -ছাঁতুগাও রোডে অবস্থিত। এখানে ১টি ঈদগাহ আছে।জমির পরিমাণ ৩০ শতাংশ। মুলত ঈদের নামাজ পড়ার সময় এই ঈদগাহ ব্যবহৃত হয়। অন্য সময় পড়ে থাকে। কিন্তু মসজিদে নামাজ পড়া হয় পাঁচ ওয়াক্ত। প্রতি ওয়াক্তে প্রায় ১৫ থেকে ২০জন নামাজ পড়তে আসে। শুক্রবার জুম্মার নামাজের সময়-১০০-১৫০জন নামাজ পড়ে। তারাবি নামাজ পড়ার সময় ২০-৩০ মুসল্লি জমায়েত হয়।</p><p><strong>ইমাম</strong>-মাওলানা নজরুল ইসলাম</p><div class="field field-type-text field-field-religious-ins-contact"><div class="field-items"><div class="field-item odd"> </div></div></div></div>