Title
পাগলপাড়া ওয়াক্কিয়া জামে মসজিদ।
History
<p>পাগলপাড়া ওয়াক্কিয়া জামে মসজিদটি হালুয়াঘাট মধ্য বাজার থেকে ১কিমি পশ্চিমে নালিতাবাড়ি মেইন রোড সংলগ্ন। এলাকার কয়েকজন মুসুল্লি মিলে ২.৫ শতাংশ জমির উপর ইহা নির্মাণ করেন। এই মসজিদের জন্য ৩জন ধর্মপ্রাণ মুসলমান জমি দান করেন। এরা হলেন -মো: মাহতাব আলী, মো: জয়মত আলী ও আহাম্মদ । মো: নাজিম উদ্দিন এর ইমামের দায়িত্ব পালন করছেন। এই মসজিদের চারি পার্শে জনবসতি আছে। এর দক্ষিণে পুকুর ও উত্তরে কয়েকটি দোকানপাত আছে।</p><p>মসজিদ কমিটি</p><p>০১। মো: আসাদ মিয়া (ড্রাইভার) -সভাপতি</p><p>০২। হরমুজ আলী -</p><p>০৩। আবু বক্কর সিদ্দিক -ক্যাশিয়ার</p><p> </p>