Title
বাহির শিমুল বাজার সার্বজনীন কালি মাতার মন্দির
Address
গৌরাঙ্গ চন্দ্র দাস, বাহির শিমুল বাজার সার্বজনীন কালি মাতার মন্দির, বাহির শিমুল, হালুয়াঘাট, ময়মনসিংহ।
History
<p style="text-align: justify;">নাগলা বাজার থেকে সোজা ৪কিমি পশ্চিমে বাহির শিমুল বাজারের মধ্যে অবস্থিত। উক্ত মন্দিরের দায়িত্বে আছেন বাবু গৌরাঙ্গ চন্দ্র দাস, প্রতি বাৎসরিক পুজাতে উক্ত মন্দিরে হাজার হাজার ভক্তের সমাগম হয়। ভক্তদেরকে খুচুরি, ফলমুল, চা-এর মাধ্যমে আপ্যায়ন করা হয়। তবে মন্দিরের অনেক জায়গা বেদখল হয়ে গেছে। মন্দিরটি সংস্কারের আভাবে জীর্ণ শীর্ণ হয়ে আছে। ইহা সংস্কার করা খুবই জরুরী। সংস্কার কাজের জন্য যে কোন মানুষ দান করলে সাদরে গ্রহন করা হবে।</p><p><strong>মোবাইল</strong> -০১৭১৪৯৬৫৫৩৬</p>