Address
রামঃ শাকুয়াই বন্দকোনা, পোঃ শাকুয়াই বাজার, উপজেলাঃ হালুয়াঘাট, জেলাঃ ময়মনসিংহ।
History
<p>শাকুয়াই ইউনিয়নের বন্দকোনা গ্রামে ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠ অবস্থিত। এখানে ঈদগাহ মাঠের পাশে কবরস্থান অবস্থিত। এখানে সুবিশাল মাঠে ঈদের নামাজ আদায় করা হয়। শাকুয়াই ইউনিয়ন পরিষদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এখানে মাটি ভরাট, সীমানা প্রাচীর করা হয়েছে। এখানে শাকুয়াই, খালপাড়, বন্দকোনা এবং বিভিন্ন গ্রামের ধর্মপ্রান মুসলমান সম্প্রদায়ের সকলে এখানে নামাজ আদায় করে।</p>