Title
শ্রী শ্রী কামাক্ষা মাতার মন্দির
History
<p>শ্রী শ্রী কামাক্ষা মন্দির ইহা হালুয়াঘাট উপজেলা থেকে ২ কিমি উত্তরে অবস্থিত ও হিন্দুদের তীর্থ স্থান। হালুয়াঘাট বাস স্টেসন থেকে ২০-৩০ টাকায় রিক্সায় আসা যায়। অথবা হালুয়াঘাটের গোহাটা মোড় থেকে ১অটো রিক্সায় গিয়ে মোজাখালি নিত সড়কের মোড়ে থেকে ১০ মিটিট পূর্ব দিতে হেটে গেলেই পাওয়া যাবে শ্রী শ্রী কামাক্ষা মন্দির। প্রতি শনিবার ভক্তরা পুজা করার জন্য বা মান্নতকৃত পাঠাবলি দেয়ার জন্য আসে। নাঙ্গলজোড়া, ধৌবাউড়া থেকে দেউসি এসে পাঠা বলি দেয়।</p><p>মহাদেবের স্মৃতি স্বরূপ ১টি পাথর আছে।</p><p>৫০ শতাংশ জমির মধ্যে মূল মন্দির ১টি, বিশ্রামাগার ২টি ও ১টি টয়লেট আছে।পুরুষদের জন্য ১টি পুরুষদের জন্য ও মহিলাদের জন্য ১টি বিশ্রামগার আছে। উত্তর দক্ষিণ দিকে উত্তর ও দক্ষিণে বৃষ্টি গাছ আছে। পানি খাওয়ার জন্য ১টি টিউব ওয়েল আছে।</p><p>এখানে উল্লেখ্য যে, প্রত্যেক বছর বৈশাখের শেষ শনিবার বড় ধরনের পুজ হয় ও মেলা বসে। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে প্রচুর ভক্ত আসে পুজা করার জন্য। তখন মহা মিলনের স্থান বলে মনে হয়। মেলা বা পাঠাবলি দেখার বহু সব ধরনের লোকের উপস্থিত লক্ষ্য করা যায়।</p><p>চলমান -------এ সম্পর্কে যদি কারো ভাল ইতিহাস জানা থাকে তবে তথ্য দিয়ে সাহায্য করবেন।</p><p>যোগাযোগ নম্বর -০১৭১৬১৩৮৩৩৫</p>