Title
শাকুয়াই বন্দের পাড়া হরি মন্দির ।
Address
গ্রাম - বন্দেরপাড়া, ডাকঘর শাকুয়াই বাজার, উপজেলা- হালুয়াঘাট, জেলা- ময়মনসিংহ।
History
<p>শাকুয়াই ইউনিয়নের ২ নং ওয়ার্ডে উক্ত মন্দিরটি অবস্থিত। উক্ত হরি মন্দিরে প্রতি বছর কীত্তন অনুষ্ঠিত হয়ে থাকে এটি এলাকা তথা অত্র ইউনিয়নের মধ্যে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ব বৃহৎ হরি মন্দির। মন্দিরের দুই পাশে দেয়াল দ্বারা বেষ্টিত। মন্দিরে একটি হরি মন্দির একটি নাট্য মন্দির ও একটি দূর্গা মন্দির আছে। প্রতি বছর বিরাট জাকজমক পূর্ণভাবে কিত্তন ও পূঁজা অনুষ্ঠিত হয়ে থাকে। এখানে ৩২ প্রহর ব্যাপী কিত্তন ও ১ দিন ১ রাত্র লীলা কিত্তন অনুষ্ঠিত হয়। কিত্তন পরিবেশনার জন্য বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে কীত্তনীয় দল আসে। মন্দিরে আরও কয়েকটি ঘরের প্রয়োজন। প্রতি বছর কিত্তনের সময় কিত্তনীয় দলের থাকার জন্য বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। মন্দিরের একটি গেইট করা প্রয়োজন।</p>