Title
বিড়ই ডাকুনি রাস্তা সংলগ্ন জামে মসজিদ।
History
<p>হালুয়াঘাট বাজার থেকে ১.৫ কিমি উত্তরে অবস্থিত। এই মসজিদটি মার্চ ২০১৪ সালে কয়েকজন গণ্যমান্য ব্যক্তি মিল স্থাপন করেন।আসমত আলী এই মসজিদের জন্য ৫শতক জমি দান করেন।মসজিদ পরিচালনা করার জন্য ১টি কমিটি আছে।প্রতি ওয়াক্তে এই মসজিদে ৬০-৭০ জন নামাজ আদায় করে। জুম্মার দিনে ৩০০জনের মত নামাজ আদায় করতে আসে।</p><p>এই কমিটির সদস্যদের নামের তালিকা নিম্নে দেয়া হল।</p><p>০১। অধ্যাপক তফাজ্জল হোসেন –সভাপতি</p><p>০২। আব্দুল কাদির –সেক্রেটারি</p><p>০৩। আল আমিন –কোষাধ্যক্ষ</p><p>০৪। হাবিবুর রহমান – সদস্য</p><p>০৫। আহাম্মদ আলী – সদস্য</p><p>০৬। সিরাজুল ইসলাম – সদস্য</p><p>০৭। সাইদুল ইসরাম – সদস্য</p><p>ইমামের নাম –হাফেজ আনিসুর রহমান</p><p>মোবাইল -</p>