বাংলাদেশের একমাত্র সীমান্তবর্তী উপজেলা পরিষদ যার সাথে রাজধানীর সরাসরি স্বল্প সময়ের উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা রয়েছে। মহাখালি আন্তজেলা বাস টার্মিনাল থেকে প্রতিদিন সকাল ৬.০০টা থেকে বিকাল ৫.০০টা পর্যন্ত ইমাম ট্রেইল ওয়েজ ও শ্যামলী বাংলা নামের দুটি পরিবহন কোম্পানি অনেকগুলো বাস হালুয়াঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। আবার হালুয়াঘাট থেকেও একই সময়ে ঢাকার উদ্দেশ্যে উক্ত দুটি পরিবহন কোম্পানির বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। অন্যান্য ইউনিয়ন পরিষদের সাথে উন্নত সড়ক যোগাযোগ ব্যাবস্থা রয়েছে।