Monday January 2026

হটলাইন

কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: রবিবার, ২৭ জুলাই, ২০১৪ এ ০৮:৩৬ AM

বাউশী ফিসারিজ এন্ড এগ্রো প্রজেক্ট।

কন্টেন্ট: পর্যটন স্পট

<p>বাউশী ফিসারিজ এন্ড এগ্রোপ্রজেক্ট। প্রোপাইটর মোঃ শফিকুর রহমান (শফিক), চেয়ারম্যান ১১ নং আমতৈল ইউনিয়ন পরিষদ, হালুয়াঘাট, ময়মনসিংহ। এর আয়তন ২০০ একর। ময়মনসিংহ জেলার উত্তরাঞ্চলের ফিসারির মধ্যে অন্যতম বাউশী ফিসারিজ এন্ড এগ্রোপ্রজেক্ট নামের এই ফিসারিটি। এই ফিসারিতে বিভিন্ন রকমের মাছ চাষ করা হয়। যেমন: রুই, কাতল, মৃগেল,কার্পিও, তেলাপিয়া, পাঙ্গাস, আরও বিভিন্ন রকমের দেশী মাছ চাষ করা হয়। শুধু মাছ চাষই নয় এই ফিসারিতে বিভিন্ন জাতের মাছের পোনা উৎপাদন করা হয়। এছাড়া ফিসারির পাশে রয়েছে একটি গরুর খামার। খামারে রয়েছে দেশি ও বিদেশী জাতের অনেক গরু। এ খামার থেকে প্রতিদিন বাজারে অনেক দুধ বিক্রি করা হয়। এ ফিসারির মাধ্যমে যেমন দেশে অনেক মাছের যোগান দেওয়া হচ্ছে অপর দিকে অনেক মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে।</p>

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন