Monday January 2026

হটলাইন

কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১ এ ০১:১৪ PM

গোবড়াকুড়া কয়লা ডিপো

কন্টেন্ট: পর্যটন স্পট

গোবড়াকুড়া ডিপো ভারত সীমান্তবর্তী। উত্তরে মেঘালয় উচু নীচু গারো পাহাড় অবস্থিত। পর্যটন, পরিভ্রমনের জন্য হালুয়াঘাট বেশ উপযোগী এবং ইতিহাস ঐতিহ্যময় উপজেলা। পাহাড়, ছোট ছোট নদী গ্রাম বাংলার চিরায়িত সবুজ আচ্ছাদন ভ্রমন পিপাসু মানুষের মনকে নির্মল আনন্দে ভরে তুলতে সক্ষম। দর্শনীয় স্থানের মধ্যে কয়লার পোর্ট কড়াইতলী ও গোবরাকুড়া অন্যতম। ভারতীয় কয়লা এখানে আমদানী করা হয়। সীমান্তের কোল ঘেষা কয়লার পোর্টের পাশেই রয়েছে অরণ্য ঘেরা সম উচ্চতা সম্পন্ন পাহাড়। যেখানে উঠে অনায়াসে ভারতের সমতল ভূমি ও নয়নাভিরাম দৃশ্য দেখা যাবে। প্রায় চারশত (৪০০) এর মত কয়লা ব্যবসায়ী আছে ও প্রায় ৪হাজার এর মত কয়লঅ শ্রমিক আছে । বর্তমানে সরকারের তরফ থেকে উক্ত স্থল বন্দরের উন্নয়নের জন্য প্রকল্প হাতে নেয়া হয়েছে। প্রকল্পের অংশ বিশেষ কাজ হিসেবে উত্তর পশ্চিম দিকে  গোডাউন ও কাস্টম অফিস নির্মানের কাজ চলমান রয়েছে।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন