Monday January 2026

হটলাইন

কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭ এ ১১:৪০ PM

কাচার খাঁ দীঘি।

কন্টেন্ট: পর্যটন স্পট

কাচার খাঁ দীঘির নাম অনেক পুরানো । অত্র এলাকার সকল মানুষের কাছে এটি অতি পরিচিত নাম ও দর্শনীয় স্থান। জনা যায় কোন এক হিন্দু জমিদার ইহা খনন করেন। মূল পুকুরে জমির পরিমাণ=৭একর। পাড়সহ জমির পরিমাণ=১৪ একর। অনেকে বলে এটা এক চক্কর ঘুরে আসতে এক ঘন্টা সময় লাগে। বর্তমানে দীঘির পাড়কে কেন্দ্র করে ৬৫টি পরিবারের বসতি স্থাপন হয়েছে। পুকুরের দক্ষিণ পাশে একটি মসজিদ স্থাপিত হয়েছে। প্রতিদিন অনেক মানুষ সেটা পরিদর্শন করতে যায় । বিশেষ করে, ঈদের দিনে সেখানে অনেক মানুষের সমাগম হয়। উর্ধতন কর্তৃপক্ষের উপযুক্ত ব্যবস্থা নিলে হয়ত: সেটা দর্শনীয় স্থান হতে পারত - এটা এলাকাবাসীর বিশ্বাস।

 

নির্মাণাধীন ---কারো যদি কাচার খাঁ দীঘির বিষয়ে তথ্য বা ইতিহাস জানা থাকে তাহলে সেটা নিচের ইমেইলে পাঠিয়ে দিন। bnafak@yahoo.com

ফাইল ১

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন