উপজেলা পরিষদ হতে ২.৫ কিমি উত্তর পশ্চিমে অপস্থিত।
হালুয়াঘাট উপজেলা পরিষদ থেকে আড়াই কিমি উত্তর পশ্চিমে অবস্থিত। হালুয়াঘাট নালিতাবাড়ি মোড় থেকে রিক্সা ভায়া মাদানি নগর চৌরাস্তা হয়ে উত্তরে নলুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত যেতে হবে। তারপর সাকো পার হয়ে ৬০০গজ পশ্চিমে গেলেই কাচার খাঁ দীঘি দেখা যাবে।
0
কাচার খাঁ দীঘির নাম অনেক পুরানো । অত্র এলাকার সকল মানুষের কাছে এটি অতি পরিচিত নাম ও দর্শনীয় স্থান। জনা যায় কোন এক হিন্দু জমিদার ইহা খনন করেন। মূল পুকুরে জমির পরিমাণ=৭একর। পাড়সহ জমির পরিমাণ=১৪ একর। অনেকে বলে এটা এক চক্কর ঘুরে আসতে এক ঘন্টা সময় লাগে। বর্তমানে দীঘির পাড়কে কেন্দ্র করে ৬৫টি পরিবারের বসতি স্থাপন হয়েছে। পুকুরের দক্ষিণ পাশে একটি মসজিদ স্থাপিত হয়েছে। প্রতিদিন অনেক মানুষ সেটা পরিদর্শন করতে যায় । বিশেষ করে, ঈদের দিনে সেখানে অনেক মানুষের সমাগম হয়। উর্ধতন কর্তৃপক্ষের উপযুক্ত ব্যবস্থা নিলে হয়ত: সেটা দর্শনীয় স্থান হতে পারত - এটা এলাকাবাসীর বিশ্বাস।
নির্মাণাধীন ---কারো যদি কাচার খাঁ দীঘির বিষয়ে তথ্য বা ইতিহাস জানা থাকে তাহলে সেটা নিচের ইমেইলে পাঠিয়ে দিন। bnafak@yahoo.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস