Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
কড়াইতলী স্থল বন্দর ।
স্থান

উপজেলা পরিষদ থেকে উত্তর পশ্চিমে ৮কিমি দূরে অবস্থিত।

কিভাবে যাওয়া যায়

হালুয়াঘাট বাস স্টেশন থেকে অটো রিক্সা বা মটর সাইকেল যোগে কড়াইতলী স্থল বন্দর যাওয়া যায়।

যোগাযোগ

0

বিস্তারিত

ভারতীয় সীমান্তবর্তী এলাকায় গারো পাড়ারের পাদদেশে কড়াইতলী কোল এন্ড কোক ইম্পোর্টার এসোসিয়েশন কর্তৃক ইহা নির্মিত হয়। এখানে উন্নতমানের খাবারসহ থাকার সুব্যবস্থা আছে। কড়ইতলী স্থল বন্দরের ২ কি.মি. পশ্বিমে মুক্তি যুদ্ধের স্মৃতি স্তম্ভ আছে। এর  পাশে এসে দাড়ালেই স্বশ্রদ্ধ চিত্তে সম্মান এসে প্রাণে আছরে পড়বে। তেলেখালী সীমান্তে যার অবস্থান।প্রায় চারশত (৩০০) এর মত কয়লা ব্যবসায়ী আছে ও প্রায় ৩ হাজার এর মত কয়লা শ্রমিক আছে । বর্তমানে সরকারের তরফ থেকে উক্ত স্থল বন্দরের উন্নয়নের জন্য প্রকল্প হাতে নেয়া হয়েছে। প্রকল্পের অংশ বিশেষ কাজ হিসেবে গোডাউন ও কাস্টম অফিস নির্মানের কাজ চলমান রয়েছে। এ কয়লা ব্যবসাকে কেন্দ্র করে ১টি পার্ক তৈরী করা হয়েছে।