Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
গাবরাখালি গারো পাহাড় পর্যটন কেন্দ্র
স্থান

ইহা হালুয়াঘাট থেকে ১৪ কিমি উত্তর পূর্ব দিকে অবস্থিত।

কিভাবে যাওয়া যায়

ইহা হালুয়াঘাট থেকে ১৪ কিমি উত্তর পূর্ব দিকে অবস্থিত। মটর সাইকেল বা মাইক্রোবাসের মাধ্যমে সেখানে যাওয়া যায় ।

যোগাযোগ

মাইক্রোবাস, মটর বাইক, অটোরিক্সা যোগে যাওয়া যায় ।  হালুয়াঘাট বাজার থেকে মটর সাইকেলে  যেতে সময় লাগবে  ৩৫ থেকে ৫০মিনিট।  

বিস্তারিত

প্রাকৃতিক সৌন্দয্যের অসিম লীলাভুমি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার গাবরাখালী ও গলইভাংগা গ্রাম।এই দুটি গ্রামে রয়েছে ময়মনসিংহের গারো পাহাড় নামে খ্যাত এর একাংশ ।এর অপরুপ প্রাকৃতিক সৌন্দয্য মুগ্ধ করে সকল বয়সের মানুষকে। বাহিরের এলাকা থেকেও মানুষ আসে এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য। সমতল ভূমি পরিবেষ্টিত পাহাড়, পাখির কলরব আর সোনালী সূর্যের সূর্ক্ষাস্তক্ষণ দেথতে অনেক সুন্দর । ১২৫ একর এলাকা জুড়ে ছোট-বড় ৬৭টি পাহাড় নিয়ে গাবড়াখালি পাহাড় গঠিত। পাহাড়গুলো ৭০ফুট থেকে ২০০ফুট উচু হবে (এলাকার মানুষের বর্ণনামতে) ।পাহারগুলোর বিভিন্ন নাম আছে। যেমন- চিতাখলা টিলা, যশুর টিলা, মিতালী টিলা, বাতাসী টিলা ইত্যাদি।  পাহাড়ের মাঝখানে নীচু জমি আছে পানিতে ভরে গেলে লেক মনে হবে। নীচু জমিগুলোতে বোরো মৌসুমে ভারত থেকে সরার পানি দিয়ে বোরো ধান আবাদ করা হয়।পাহাড়গুলোতে গজারি গাছ লাগানো হয়েছে।পূর্বে হাজং ও বানাই জনগোষ্ঠির বসবাস এ গাবড়াখালি গ্রামে। এর উত্তরপ্রান্ত সংলগ্ন এলাকায় ভারতের মেঘালয় রাজ্যের সীমানা । সন্ধ্যায় ভারতের সীমানার দিকে নীলাভ আলোর বিচ্ছুরন দেখতে খুবই সুন্দর  । যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন (মেকিয়ারকান্দা বাজার থেকে গাবড়াখালি পাহাড় পর্যন্ত ৬কিমি রাস্তা) হলে হয়ত: 'গাবড়াখালি" পাহাড় ‍একদিন হয়ে উঠবে সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র।

২১ নভেম্বর ২০২০ খ্রিঃ তারিখ জনাব মোঃ রেজাউল করিম উপজেলা নির্বাহী অফিসার, হালুয়াঘাট মহোদয় কর্তৃক হালুয়াঘাট উপজেলাধীন ৫নং গাজিরভিটা ইউনিয়নের সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র গাবরাখালী পরিদর্শন করেন। এ পরিদর্শনের সময় জনাব খায়রুল আলম ভূঞা, মেয়র, হালুয়াঘাট পৌরসভা উপস্থিত ছিলেন । 

৩ ডিসেম্বর ২০২০ খ্রিঃ তারিখ হালুয়াঘাট উপজেলার গাজিরভিটা ইউনিয়নের,গাবরাখালী পাহাড় পর্যটন সম্ভাবনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় ময়মনসিংহ জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব মোঃ মিজানুর রহমান মহোদয় প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে পর্যটন বিষয়ক পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), ময়মনসিংহ, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, হালুয়াঘাট, মেয়র, হালুয়াঘাট পৌরসভা, সহকারী কমিশনার (ভূমি), হালুয়াঘাট, সভাপতি (ভারপ্রাপ্ত), বাংলাদেশ আওয়ামী লীগ, হালুয়াঘাট উপজেলা শাখা, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত), বাংলাদেশ আওয়ামী লীগ, হালুয়াঘাট উপজেলা শাখা চেয়ারম্যান, ৫ নং গাজিরভিটা ইউনিয়ন পরিষদ, স্থানীয় বিজিবি সদদস্য।

৩১ ডিসেম্বর ২০২০ খ্রি: তারিখ ময়মনসিংহ জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব মোঃ মিজানুর রহমান মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাবরাখালি গারো পাহাড় পর্যটন কেন্দ্রের মডেল উন্মোচন ও রেস্ট হাউজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। উক্ত অনুষ্ঠানে চেয়ারম্যান, উপজেলা পরিষদ, হালুয়াঘাট, সহকারী কমিশনার (ভূমি), হালুয়াঘাট, মেয়র হালুয়াঘাট পৌরসভা, অফিসার ইনচার্জ, হালুয়াঘাট থানা, বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, চেয়ারম্যান, ৫ নং গাজিরভিটা ইউনিয়ন পরিষদসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । 

০৪ জানুয়ারি ২০২১ খ্রিঃ তারিখ, উপজেলা নির্বাহী অফিসার, হালুয়াঘাট, সহকারী কমিশনার (ভূমি), হালুয়াঘাট, মেয়র, হালুয়াঘাট পৌরসভা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণের সমন্বয়ে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে গাবরাখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্রের উন্নয়ন ও উক্ত পাহাড়ের পাদদেশে বসবাসরত পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে করনীয় বিষয়ে মতবিনিময় সভা করা হয়েছে ।