শিরোনাম
রাংরাপাড়া ব্যাপ্টিষ্ট চার্চ
ঠিকানা
রাংরাপাড়া ব্যাপ্টিষ্ট চার্চ, ডাকঘর-রাংরাপাড়া, উপজেলা-হালুয়াঘাট, জেলা -ময়মনসিংহ।
ইতিহাস
<div class="content clearfix"><p>উপজেলা পরিষদ হতে ৪ কিলোমিটার উত্তরে অবস্থিত । ১৮৯৮ সালে ইহা প্রতিষ্ঠিত হয়। ইহা মাতৃ মন্ডলী হিসেবে কাজ করছে অর্থাৎ এর মাধ্যমেই অন্যান্য চার্চের কার্যক্রমগুলো পরিচালিত হয় । বাংলাদেশ গারো ব্যাপ্তিষ্ট কনভেনশনের ২য় মন্ডলী হিসেবে বর্তমান সদস্য সংখ্যা প্রায় ৬শ জন। রাংরা পাড়া হাই স্কুল ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জমি দাতা। এই চার্চের মাধ্যমে একটি জিবিসি শিক্ষা প্রতিষ্ঠান আছে। বর্তমানে রাংরাপাড়া চাইল্ড স্পন্সরশীপ প্রোগ্রাম এই চার্চের মাধ্যমে পরিচালিত হচ্ছে।</p><p><strong>সামাজিক কার্যক্রম</strong></p><p>-দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য আর্থিক অনুদান</p><p>-চিকিৎসা ক্ষেত্রে আর্থিক অনুদান</p><p> </p><p><strong>পরিচালনা কমিটি</strong></p><p>০১। রেভা: শশী ভূশন দিও -পালক</p><p>০২। পা: সুভাষ চিচাম - সহ পালক</p><p>০৩। ডিকন বিপন্ন কুমার রিছিল -সেক্রেটারী</p><p>০৪। অসিও মানখিন -সহ সম্পাদক</p><p>০৫। পা: ফিরোজ রিছিল -কোষাধ্যক্ষ</p><p>০৬। সপ্তম দিও -সহ-কোষাধ্যক্ষ</p><p>০৭। ডিকনেস দত্তা ঘাগ্রা -সদস্য</p><p>০৮। বিরতি ঘাগ্রা - সদস্য</p><p>০৯। উদ্যোগ সমিতি প্রতিনীধি</p><p> </p><p><strong>মোবাইল</strong>-০১৯৪৬২৯২৩৩৪</p><div class="field field-type-text field-field-religious-ins-contact"> </div></div>