শিরোনাম
শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, উত্তর খয়রাকুড়ি।
ঠিকানা
অমল সরকার, শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, উত্তর খয়রাকুড়ি, হালুয়াঘাট, ময়মনসিংহ।
ইতিহাস
<p>শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরটি উত্তর খয়রাকুড়িতে অবস্থিত। উপজেলা পরিষদ হতে থানা মোড় দিয়ে ১কি.মি. দক্ষিণে অবস্থিত। যাহা মেইন রোড থেকে সরাসরি মন্দিরে প্রবেশ করা যায়। মন্দিরটি পুরোপুরি বিল্ডিং।জমি-১১শতাংশ জমির উপর ইহা নির্মিত। যার মধ্যে প্রায় ১২০০ বর্গ ফুট নিয়ে একটি টিনের আধ চালা আছে যার নিচে পূজার সময় ভক্তবৃন্দ বসে ধর্মীয় পাঠ, কীর্তন ইত্যাদি শ্রবন করে। মন্দির পরিচর্যা কাজে ২জন সেবায়িত জড়িত আছে। তাদের থাকার জন্য একটি বসত ঘর ও একটি রান্নাঘর আচে। যা মন্দির কমিটি কর্তৃক পরিচালিত। সুন্দর সাবলিল পরিবেশে মন্দিরটি অবস্থিত। এর চারিদিকে ফল ও ফুলের গাছ আছে। এর ফুল দিয়ে পূজার কাজে ব্যবহৃত হয় ও ফল দিয়ে প্রসাদ নিবেদন করা হয়। স্থানিয় বাসিন্দারের অনুদানের মন্দিরের কার্যক্রম পরিচালিত হয়।</p><p> </p><p>সভাপতি-অমলেন্দু সরকার, ০১৭১৭৬২৭৫৮৯</p><p>সহসভাপতি - কমল আচার্য , সুশীল ভাট</p><p>সম্পাদক - স্বপন ধর</p>