ইতিহাস
<p>ফকিরপাড়া ক্যাথলিক চার্চ: ইহা উপজেলা পরিষদ হতে সোজা পশ্চিম দক্ষিণে অবস্থিত।গীর্জা ঘরটি টিনের বেড়া ও টিনের ছাউনি। ধর্ম শিক্ষা ও প্রার্থনা পরিচালনা করার জন্য ক্যাথিখিষ্ট হিসেবে দায়িত্বে আছেন গেন্দু গান্দাই। ধর্মীয় প্রতিষ্ঠানটির কার্যক্রম যেন সুন্দরভাবে চলে এজন্যে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মাতবর বা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সুকুমার চিরান যার মোবাইল নম্বর -০১৮২৭৭৪০৬৭।</p><p>তথ্য প্রদানকারী : গেন্দু গান্দাই (ক্যাথেখিষ্ট) মোবাইল -০১৯৫৫৪৪৭৮৬৩।</p>