ঠিকানা
জয় দেব দত্ত, মধ্য বাজার, ডাকঘর-হালুয়াঘাট, জেলা -মযমনসিংহ।
ইতিহাস
<p>ইহা উপজেলা সদর থেকে ২০০গজ পশ্চিমে দর্শা নদীর তীরে অবস্থিত। ইহা হিন্দু ধর্মানুসারীদের একটি পবিত্র স্থান। শেষকৃত্ব অনুষ্ঠানের জন্য ইহা ব্যবহার করা হয়। এখানে ১টি মন্দির, ১টি ভক্তদের বসার জন্য টিনের ছাউনিযুক্ত খোলা ঘর। এর দক্ষিণ পার্শে বসার জন্য ৪টি উত্তর দিকে মন্দির সংলগ্ন ২টি সিমেন্টের বেঞ্চ আছে। চারিদিকে সবুজ গাছপালা দ্বারা আচ্ছাদিত। পশ্চিমে দর্শা নদী বয়ে গেছে। শেষ স্নান করার জন্য ১টি ঘর আছে যাহা নির্মাণ করা জন্য স্বর্গীয় অনিমা রানী সরকার (খুশী) এর স্মরণে তার শেষ স্নান ঘরটি তার স্বামী গোপাল চন্দ্র সরকার উত্তর খয়রাকুড়ি ইহা নির্মাণ করেন । শবদাহ চুল্লি আছে ২টি এর ১টি প্রয়াত শক্তি রানী দত্ত এর স্মরণে তার স্বামী প্রিয় কুমার দত্ত ইহা নির্মাণ করেন, হালুয়াঘাট উত্তর বাজার, কাচারি রোড, হালুয়াঘাট। শ্মশান মঞ্চ আছে ১টি, ইহা অকাল প্রয়াত শংকর কুমার ঘোষ এর ন্সরণে তার পিতা শ্রী সুবোধ কুমার ঘোষ ২৫/১২/১৯৯৭ তারিখে নির্মাণ করেন।</p>