ঠিকানা
জয়ন্তি রিছিল, সংড়া ক্যাথলিক চার্চ, বাঘাইতলা, হালুয়াঘাট।
ইতিহাস
<p>ইহা উপজেলা পরিষদ হতে পশ্চিম উত্তর কোনায় ৫কিমি দূরে অবস্থিত।হালুয়াঘাট উত্তর বাজার মোড় হতে ৪কিমি পশ্চিমে অবস্থিত। ধর্ম শিক্ষা ও প্রার্থনা পরিচালনা করার জন্য ক্যাথিখিষ্ট হিসেবে দায়িত্বে আছেন গাব্রিয়েল রিছিল তার মোবাইল নম্বর ০১৯৮৭৮৯৩৭৩১।প্রতিষ্ঠানটির কার্যক্রম যেন সুন্দরভাবে চলে এজন্যে একটি কমিটি গঠন করা হয়েছে। এই চার্চের মাধ্যমে প্রাথমিক শিক্ষা কার্যক্রম আছে। শিক্ষক হিসেবে জয়ন্তি রিছিল ও উতপল দ্রং দায়িত্ব পালন করছেন।</p><p>তথ্য প্রদানকারী: গাব্রিয়েল রিছিল, মোবাইল ০১৯৮৭৮৯৩৭৩১।</p>