শিরোনাম
পূর্ব কালিয়ানিকান্দা ক্যাথলিক চার্চ।
ঠিকানা
পূর্ণ চাম্বুগং, পূর্ব কালিায়ানিকান্দা ক্যাথলিক চার্চ, হালুয়াঘাট, মযমনসিংহ।
ইতিহাস
<p>ইহা উপজেলা পরিষদ হতে সোজা পূর্ব দিকে ৫কিমি দূরে অবস্থিত। চরবাঙ্গালিয়া মোড় হতে ১কিমি পূর্ব দক্ষিণে তাপস ডাক্তারের বাড়ি হয়ে জোনাকি বেকারির কাছে নেমে সেখানে যাওয়া যায়। গীর্জা ঘরটি হাফ বিল্ডিং টিনের ছাউনি। ধর্ম শিক্ষা ও প্রার্থনা পরিচালনা করার জন্য ক্যাথিখিষ্ট হিসেবে দায়িত্বে আছেন পরিতোষ দ্রং তার মোবাইল নম্বর ০১৯১৪৭৪০৪৮৯।প্রতিষ্ঠানটির কার্যক্রম যেন সুন্দরভাবে চলে এজন্যে একটি কমিটি গঠন করা হয়েছে। মাতবর বা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন পূর্ণ চাম্বুগং যার মোবাইল০১৮১১৬৬০৩০২।সেক্রেটারি হিসেবে আছেন কুটিলা চিরান, ক্যাশিয়ার-ফার্গুলি চাম্বুগং।এই চার্চের সাথে আনুমানিক-টি ক্যাথলিক পরিবার জড়িত।</p><p>তথ্যপ্রদানকারী: অচিন্ত দালবত।</p>