শিরোনাম
আইলাতলী সীমান্ত ফাঁড়ি জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দান।
ইতিহাস
<p style="text-align: justify;">হালুয়াঘাট বাজর হতে ৫কিমি উত্তর পূর্ব দিকে মেইন রাস্তার ধারে অবস্থিত।আইলাতলী সীমান্ত ফাঁড়ির বিজিএফ ওএলাকার কয়েজন গণ্যমান্য লোকজন মিলে নামাজ আদায় ও ধর্ম শিক্ষা দেয়ার চিন্তা করে ঈদগাহ ময়দান স্থাপন করার জন্য পরিকল্পনা গ্রহন করে।এখানে ২৫০-৩০০জন নামাজ আদায় করতে পারে। বিজিএফ সদস্য ও এলাকার কয়েকজন মিলে ইহা পরিচালনা করেন।এই ঈদগাহ এর উন্নয়নের জন্য ইমাম সাহেব এই ঈদগাহ ময়দানে কাঠাল গাছ ১টি, নিমগাছ-১টি ও ১২১টি জামগাছের চারা রোপন করেন।</p><p><strong>ইমাম</strong>:-আলহাজ মাওলানা মোহাম্মদ এরশাদ হোসেন (০১৯৬২০৭২৫৫১)</p>