শিরোনাম
বিড়ইডাকুনী মাদ্রাসা সংলগ্ন জামে মসজিদ।
ইতিহাস
<p>হালুয়াঘাট বাজার থেকে ২কিমি উত্তর-পূর্ব দিকে অবস্থিত। এলাকার কয়েকজন বিশিষ্ট লোক এই মসজিদ স্থাপন করেন। -জমির পরিমাণ ১৯১০ মালের রেকর্ড মোতাবেক ১ শতাংশ (সিএস রেকর্ডমূলে) এগুলো পর্যায়ক্রমে দান করে আব্দুল আজিজ, আব্দুল লতিফ।বর্তমানে ১.১০ একর। প্রতি ওয়াক্তে ৫০-৬০জন নামাজ আদায় করে। তারাবি নামাজ আদায় করে গড়ে ৭০-৮০জন,শুক্রবারে জুম্মার নামাজ আদায় করে গড়ে ২০০ জন্।</p><p>ইমামতি করেন-মাদ্রাসার প্রতিনীধি।</p><p><strong>কমিটি-</strong></p><p>আক্রাম হোসেন মন্ডল –সভাপতি</p><p>আব্দুল হাকিম (প্রাক্তন মেম্বার) –সেক্রেটারী</p><p>আব্দুর রহিম-কেশিয়ার</p><p><strong>সদস্যবৃন্দ</strong></p><p>-আব্দুল হান্নান (প্রাক্তন মেম্বার)</p><p>-আব্দুল গনি</p><p>-নায়েব আলী</p><p>-শাহ জাহান</p><div class="field field-type-text field-field-religious-ins-contact"><div class="field-label"> </div><div class="field-items"><div class="field-item odd"> </div></div></div>