শিরোনাম
সাধু পিতরের গীর্জা, কুমুরিয়া
ঠিকানা
বিজন পান্ত্রা, সাধু পিতরের গীর্জা, কুমুরিয়া, হালুয়াঘাট, ময়মনসিংহ।
ইতিহাস
<p>ধারা বাজারের ৩কি.মি পূর্ব দিকে অবস্থিত। টংঘির ঘাটে নেমে বাম দিকে ৫মিনিট হেটে গেলেই সেখানে যাওয়া যাবে। হাফ বিল্ডিং টিনের ছাউনী। দৈর্ঘ্য=৪০ফুট, প্রস্থ=২০ফুট। ধর্ম বিশ্বাসীর সংখ্যা= এর চারিদিকে জনবসতি আছে। ইহা চার্চের জমি কারো অনুদান নয়। জমির পরিমান=২৫শতাংশ। এখানে প্রতি রবিবারে প্রভুর ভোজের উপসনা হয়। তাছাড়া সান্ডে স্কুল, মুষ্টি চাল সংগ্রহ, বড়দিন ও ছোট অনুষ্ঠান উদযাপন, ইস্টার পর্ব ইত্যাদি ধর্মীয় অনুষাঠান উদযাপন করা হয়।</p><p>পরিচালনা কমিটি</p><p>রেভা; প্রনুস চাম্বুগং-সভাপতি</p><p>মিনিট ঘাগ্রা -সেক্রেটারি</p><p>কোষাধ্যক্ষ-বিজন পান্ত্রা,</p><p>কাবেরী স্নাল -সদস্য</p><p>সুবতী ঘাগ্রা -সদস্য</p><p>ক্যাথেখিস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন মৃদুল চাম্বুগং (বেতনভোগী)</p>