Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহ এর ওয়েবসাইটে আপনাকে স্বাগতম


শিরোনাম
আমতৈল সাহাপাড়া সার্বজনীন কালি মন্দির
label.image.title
প্রতিষ্ঠানের ধরণ
মন্দির
প্রতিষ্ঠান প্রধানের নাম

পদবি

মোবাইল

ঠিকানা
দীনবন্ধু চন্দ্র মন্ডল, আমতৈল সাহাপাড়া সার্বজনীন কালি মন্দির, ডাকঘর-বাহির শিমুল, হালুয়াঘাট, ময়মনসিংহ।
ইতিহাস
<p>নাগলা বাজার হতে ৫কিমি পশ্চিমে আমতৈল সাহা পাড়ায় আশ্রায়ন প্রকল্পের সাথে অবস্থিত।মন্দিরটি ৫০০ বছরের পুরোনে এবং অত্যন্ত জাগ্রত।এখানে হিন্দু ধর্মাবলম্বী প্রায় হাজার খানেক। এ এলাকার অনেক হিন্দু ধর্মাবলম্বী বিভিন্ন জায়গায় ব্যবসা করে কেউবা চাকরি করে। প্রতি বছর পুজার সময় তারা একত্রিত হয়। উল্লেখ্য যে ময়মনসিংহের বর্ণালী প্রেসের মালিক ও তার আত্বীয় স্বজন, ফুলপুরের ডা: পীযুস রায় ও তার আত্বীয় স্বজন, হালুয়াঘাটের লিটন চৌধুরী ও তার আত্বীয় স্বজন, নালিতাবাড়ির সত্যেন্দ্র মোহন রায় ও তার আত্বীয় স্বজন উক্ত বাৎসরিক পুজার সময় অংশগ্রহন করে থাকেন। তাছাড়া স্থানীয় ভক্তবৃন্দ বিশেষ করে হিন্দু মুসলিম সকলেই উক্ত দিবসে একত্রিত হয়। পুজার দিনে বিশেষ করে বাহির শিমুল, বিষমপুর এবং আশে পাশের ভক্তবৃন্দ পুজার দিনে মায়ের পুজার প্রাসাদ, ফলমুল, খিচুরী, চা –এর ব্যবস্থা করে থাকে। উক্ত মন্দিরটি বর্তমানে হালুয়াঘাটের বিশিষ্ট ব্যবসায়ী বাবু শ্রী সুভাষ চন্দ্র সাহা পরিচালনা করে থাকেন। স্থানীয়ভাবে বাবু দীনবন্ধু চন্দ্র মন্ডল উক্ত মন্দিরের সার্বিক দেখাশুনা করেন।</p><p>&nbsp;</p><p>যোগাযোগ -অমলেষ চন্দ্র সরকার</p><p>মোবাইল-০১৭১৪৯৬৫৫৩৬</p>