শিরোনাম
সাপমারিকান্দা ক্যাথলিক চার্চ ।
ঠিকানা
এডুয়াড রিছিল, সাপমারিকান্দা ক্যাথলিক চার্চ, হালুয়াঘাট, ময়মনসিংহ।
ইতিহাস
<p>সাপমারিকান্দা ক্যাথলিক চার্চটি উপজেলা পরিষদ হতে সোজা পূর্ব দিকে ২কিমি দূরে অবস্থিত। বালিচান্দা মোড় হতে ১কিমি দক্ষিনে দিকে কচুন্দরা নদীর পশ্চিম পাশ দিয়ে রাস্তা দিয়ে যাওয়া।জমির পরিমান ১০ শতাংশ। এই ১০ শতাংশ জমির উপরই গীর্জাঘরটি প্রতিষ্ঠিত। জমিদাতা –বিজন চাম্বুগং ও পিযুস। ঘরটির দৈর্ঘ্যে ৪৫ফুট ও প্রস্থে ২০ফুট। ধর্ম শিক্ষা ও প্রার্থনা পরিচালনা করার জন্য ক্যাথিখিষ্ট হিসেবে দায়িত্ব পালন করছেন পরিতোষ দ্রং তার মোবাইল নম্বর ০১৯১৪৭৪০৪৮৯।প্রতিষ্ঠানটির কার্যক্রমগুলো যেন সুন্দরভাবে চলে এজন্যে একটি কমিটি গঠন করা হয়েছে। মাতবর বা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মনীন্দ্র মান্দা, সেক্রেটারি-এডুয়ার্ড চাম্বুগং যার মোবাইল নম্বর ০১৯২২০৫২৪৩২।</p><p>তথ্যপ্রদানকারী: গেন্দু গান্দাই মোবাইল- ও অনুকুল দ্রং।</p>