Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহ এর ওয়েবসাইটে আপনাকে স্বাগতম


শিরোনাম
আকনপাড়া খালপাড় জামে মসজিদ।
label.image.title
প্রতিষ্ঠানের ধরণ
মসজিদ
প্রতিষ্ঠান প্রধানের নাম

পদবি

মোবাইল

ঠিকানা
মিরাজুল ইসলাম, আকনপাড় খালপাড় মসজিদ, মোবাইল-০১৯১৭৩১৪৬৩০।
ইতিহাস
<p>হালুয়াঘাট বাজর হতে আধা কিমি উত্তর পূর্ব দিকে মেইন রাস্তার ধারে অবস্থিত। এলাকার কয়েজন মিলে নামাজ আদায় ও ধর্ম শিক্ষা দেয়ার চিন্তা করে এই মসজিদ স্থাপন করার জন্য পরিকল্পনা করে।অবশেষে ২০০২ সালে আকনপাড়া গ্রামের খালপাড়ে ইহাকে স্থাপন করা হয়। তাই ইহাকে আকনপাড়া খালপাড় মসজিদ নামে আখ্যায়িত করা হয়। এরশাদ আলী মসজিদের নামে ২শতাংশ জমি দান করেন। এলাকার ছোট ছেলেমেয়েদের জন্য শুক্রবার ব্যতিত প্রত্যেকদিন কোরআন শিক্ষা দেয়া হয়। এখন পর্যন্ত জুম্মার নামাজ শুরু করেননি। প্রতি ওয়াক্তে ১০-১২জন নামাজ আদায় করে। এই মসজিদ পরিচালনা করার জন্য একটি কমিটি আছে।</p><p>কমিটিতে অন্তভূর্ক্ত সদস্যদের নামের তালিকা নিম্নরূপ:</p><p>সভাপতি-মো: মজিবর রহমান</p><p>সেক্রেটারী-মারফত আলী</p><p>সম্মানিত সদস্যবৃন্দ</p><p>ফরহাদ আলী (উপদেষ্টা সদস্য)</p><p>শহিদুল ইসলাম</p><p>রেজাউল করিম</p><p>জাহাঙ্গীর আলম</p><p>এ মসজিদের ইমাম হলেন –মো: মিরাজ উদ্দিন কারী সাব</p><p>যোগাযোগ-মিরাজুল ইসলাম, মোবাইল-০১৯১৭৩১৪৬৩০</p><div class="field field-type-text field-field-religious-ins-contact"><div class="field-items"><div class="field-item odd">&nbsp;</div></div></div>