শিরোনাম
পূর্বকাচরিপাড়া জামে মসজিদ।
ইতিহাস
<p>পূর্বকাচরিপাড়া জামে মসজিদটি হালুয়াঘাট বাজারের পূর্ব পাশে অবস্থিত। এলাকার কয়েকজন গণ্যমানা্য ব্যক্তিবর্গ মিলে এই মসজিদটি নির্মান করেন। এই মসজিদের নামে</p><p>জমি=১৯ শতাংশ জমি আছে। এই মসজিদের জন্য মো: মাইন উদ্দিন ৩.৫শতাংশ ও জয়নাল আবেদিন ৯শতাংশ জমিদান করেন আর কমিটি কতৃক ক্রয় করা হয়েছে ১০ শতাংশ। মসজিদের কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার জন্য একটি কমিটি আছে। তাদের নামের তালিকা নিম্নে দেয়া হলো।</p><p>মো: মাইন উদ্দিন -সভাপতি</p><p>মোস্তফা কামাল -সেক্রেটারি</p><p>ক্যাশিয়ার –আক্কাশ আলিন</p><p>সম্মানিত সদস্যবৃন্দহলো –হুমায়ন কবির, মোফাজ্জল হোসেন, মো: আকবর আলি, হুমায়ুন কবীর, উপদেষ্টা-প্রফেসর-মজিবুর রহমান।</p><p><br> </p>