Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
আয়লাতলী সীমান্ত ফাঁড়ি মসজিদ।
label.image.title
প্রতিষ্ঠানের ধরণ
মসজিদ
প্রতিষ্ঠান প্রধানের নাম

পদবি

মোবাইল

ঠিকানা
আলহাজ মাওলানা মোহাম্মদ এরশাদ হোসেন (০১৯৬২০৭২৫৫১), আয়লাতলী সীমান্ত ফাঁড়ি মসজিদ, রাংরাপাড়া, হালুয়াঘাট
ইতিহাস
<p style="text-align: justify;">হালুয়াঘাট বাজর হতে৫কিমি উত্তর পূর্ব দিকে মেইন রাস্তার ধারে অবস্থিত।আইলাতলী সীমান্ত ফাঁড়ির বিজিএফ ওএলাকার কয়েজন গণ্যমান্য লোকজন মিলে নামাজ আদায় ও ধর্ম শিক্ষা দেয়ার চিন্তা করে এই মসজিদ স্থাপন করার জন্য পরিকল্পনা গ্রহন করে। আইলাতলী সীমান্ত ফাঁড়ির নিকট ইহাকে স্থাপন করা হয়েছে বলেআইলাতলী সীমান্ত ফাঁড়ি জামে মসজিদ নামে আখ্যায়িত করা হয়। জনাব সোবহান আলীমসজিদের নামে &nbsp;জমি দান করেন। এলাকার &nbsp;৪০ জনের মত ছেলেমেয়েদের জন্য এই মসজিদেকোরআন শিক্ষা দেয়া হয়।প্রতি ওয়াক্তে গড়ে ২৫-৩০জন নামাজ আদায় করেন। জুম্মার দিন শতাধিক ব্যক্তি নামাজ আদায় করেন।বিজিএফ ও এলাকার লোকজন মিলে এই মসজিদ পরিচালনা করে। এই মসজিদ পরিচালনা করার জন্য ১টি কমিটি আছে। এদের তালিকা নিম্নরূপ:</p><p>০১। আব্দুস সোবহান –সভাপিত</p><p>০২। মিয়া হোসেন –সেক্রেটারী</p><p>০৩। হযরত আলী –কোষাধ্যক্ষ</p><p>০৪। আবুল কাশেম –সদস্য</p><p>০৫। সুরযত আলী –সদস্য</p><p>০৬। আব্দুল খালেক –সদস্য</p><p>০৭। নেওয়াজ আলী খান –সদস্য</p><p>০৮। মকবুল হোসেন –সদস্য</p><p>০৯। জয়নাল আবেদীন –সদস্য</p><p>১০। কাঞ্চন মিয়া-সদস্য</p><p><strong>ইমাম-</strong>আলহাজ মাওলানা মোহাম্মদ এরশাদ হোসেন (০১৯৬২০৭২৫৫১)</p><p>আয়লাতলী সীমান্ত ফাঁড়ি মসজিদ, রাংরাপাড়া, হালুয়াঘাট</p>