শিরোনাম
হালুয়াঘাট নতুন বাস স্টেন্ড জামে মসজিদ
ঠিকানা
হাফেজ মাওলানা আবুল বাশার তাজুল, উত্তর খয়রাকুড়ি, হালুয়াঘাট, ময়মনসিংহ।
ইতিহাস
<p>১৯৯৮ সালে এই মসজিদটি প্রতিষ্ঠা লাভ করে। বাস ষ্টেশনের সর্ব সাধারণের মুসল্লিগনের সম্মিলিত প্রচেষ্টায় মসজিদটি প্রতিষ্ঠিত হয়। প্রতি দিন প্রতি ওয়াক্তে প্রায় ৩০-৪০ জন মুসুল্লি নামাজ আদায় করেন। সপ্তাহে জুম্মান দিন ৩৫০-৪০০লোক নামাজ আদায় করেন। মসজিদটি উত্তর খয়রাকুড়ি মৌজায় অবস্থিত। আযান দেয়ার জন্য মসজিদে ব্যবস্থা আছে (১টি এ্যামপ্লিফায়ার ২টি হর্ণ) ।</p><p>মসজিদ পরিচালনা কমিটি</p><p>০১। আলহাজ আলী আজগর -সভাপতি</p><p>০২।শামসুল আলম শামছ-সহসভাপতি</p><p>০৩।মো: নূরুল ইসলাম-সেক্রেটারী</p><p>০৪। আবুল হোসেন -কোষাধ্যক্ষ্য</p><p>০৫। মো: রফিক -সদ্য</p><p>ইমামের নাম-</p><p>হাফেজ মাওলানা আবুল বাশার তাজুল ইসলাম</p><p>মোবাইল-০১৭৬৮৪৭৩৭১৮</p>