অত্র এলাকার আর্থিক উন্নয়নে কয়লা আমদানী ব্যবসার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ ব্যবসার খাত থেকে প্রতি বছর সরকার অনেক রাজস্ব আদায় হয়। তাছাড়া কয়লা ব্যবসায় অনেক শ্রমিক জড়িত হওয়ার ফলে অনেক বেকার সমস্যার সমাধান হচ্ছে। হালুয়াঘাট উপজেলার উল্লেখযোগ্য হাট-বাজারগুলো হল - ক্রমিক নং বাজারের নাম ০১ হালুয়াঘাট বাজার ০২ ধারা বাজার ০৩ সূর্য্যপুর বাজার ০৪ নাগলা বাজার ০৫ সাকুয়াই বাজার ০৬ মেকিয়ারকান্দা বাজার ০৭ বোয়ালমারা বাজার ০৮ শাপলা বাজার ০৯ কড়াইতলী বাজার ১০ শহীদ বাজার ১১ সংড়া বাজার ১২ ছাতুগাও বাজার ১৩ কালাপাগলা বাজার ১৪ কৈচাপুর বাজার ১৫ নড়াইল বাজার ১৬ কুমুরিয়া বাজার ১৭ কালিয়ানিকান্দি বাজার ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস