Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহ এর ওয়েবসাইটে আপনাকে স্বাগতম


এক নজরে হালুয়াঘাট উপজেলা

১। মোট আয়তনঃ ৩৫৭.৬১ বর্গকিলোমিটার।

২। উপজেলায় উন্নীত হওয়ার তারিখঃ ০৭/১১/১৯৮৩ খ্রিঃ।

৩। মোট ইউনিয়নের সংখ্যাঃ ১২ টি। 
৪। পৌর সভাঃ ০১ টি (নব্যসৃষ্ট) 
৫। মোট ইউনিয়ন ভূমি অফিসের সংখ্যাঃ ১২ টি।

৬। মোট গ্রামের সংখ্যাঃ ২১০ টি।

৭। মোট মৌজার সংখ্যাঃ ১৪৫ টি।

৮। মোট জনসংখ্যা (২০১১ সালের আদমশুমারী)ঃ ২,৯০,০৪৩ জন। 
(ক) পুরুষঃ ১,৪২,৬৩২ জন।
(খ) মহিলাঃ ১,৪৭,৪১১ জন।

৯। মোট ভোটার সংখ্যা (হালনাগাদসহ) ঃ ২,২৯,১৩৫ জন। 
(ক) পুরুষঃ ১,১৪,৩৯৭ জন। 
(খ) মহিলাঃ ১,১৪,৭৩৮ জন।

১০। মোট ভোট কেন্দ্রের সংখ্যা 
(ক) উপজেলা পরিষদঃ ৮৯ টি। 
(খ) মোট এলাকাঃ ২৩০টি

১১। মোট ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যাঃ ২৮,২৭২ জন। 
(বাংলাদেশ নৃ-ভাষা বৈজ্ঞানিক সমীক্ষা জরিপ অনুযায়ী)

১২। শিক্ষার শতকরা হারঃ ৫৭% 
১৩। মোট প্রাথমিক বিদ্যালয়ঃ
(ক) সরকারি বিদ্যালয়ঃ ১৬৪ টি। 
(খ) মাধ্যমিক বিদ্যালয় সংযুক্ত প্রাঃ বিঃ-   ০১ টি। 
(গ) কিন্ডার গার্টেনঃ ২৭ টি।

১৪। মোট মাধ্যমিক বিদ্যালয়ঃ 
(ক) স্কুল এন্ড কলেজঃ ০৪টি 
(খ) মাধ্যমিক বিঃ (সহঃ শিক্ষা)-   ২৫ টি।
(গ) মাধ্যমিক বিঃ (বালিকা)-   ০২ টি।
(ঘ) নিম্নমাধ্যমিক বিঃ (সহ শিক্ষা)-   ০১ টি।
(ঙ) নিম্নমাধ্যমিক বিঃ (বালিকা)-  ০১ টি।
(চ) এবতেদায়ী মাদ্রাসাঃ ০৪ টি।
(ছ) দাখিল মাদ্রাসা (সহঃ শিক্ষা)-   ১১ টি। 
(জ) আলিম মাদ্রাসাঃ ০২ টি। 
(ঝ) দাখিল মহিলা মাদ্রাসাঃ ০২ টি। 
১৫। কলেজঃ
(ক) ডিগ্রি কলেজ (সহঃ শিক্ষা)-   ০২ টি।
(খ) মহিলা ডিগ্রি কলেজঃ ০১ টি।
(গ) টেকনিক্যাল কলেজঃ ০৩ টি।

১৬। হাসপাতাল (সরকারি):   ০১ টি (বেডের সংখ্যা ৫০ টি)
(ক) জয়রামকুড়া হাসপাতাল (বেসরকারি):  ০১ টি (বেডের সংখ্যা ৭২ টি (খৃষ্টান মিশন হাসপাতাল ১৯৬৪ সালে জয়রামকুড়া এলাকায় প্রতিষ্ঠিত)। 
(খ) উপস্বাস্থ্য কেন্দ্রঃ ০৩ টি। 
(গ) কমিউনিটি ক্লিনিক (নতুনসহ): ২৬ টি 
(ঘ) নার্সের সংখ্যাঃ ১৮ জন। 
(ঙ) ছাতুগাঁও ইসলামিক মিশন হাসপাতালঃ ০১ টি। 
১৭। পরিবার কল্যাণ কেন্দ্রঃ ০৮ টি।
(ক) টঐ ্ ঋডঈ ০৮ টি।
(খ) এম.সি.এইচ ইউনিটঃ ১ টি।
(গ) জনসংখ্যা বৃদ্ধির হারঃ ১.৭৩% 
(ঘ) জউ ক্লিনিকঃ ০৩টি 
(ঙ) সদর ইউনিয়ন ক্লিনিকঃ ০১টি চলমান পাতা-২
১৮। যোগাযোগ ব্যবস্থাঃ
(ক) মোট রাস্তাঃ ৯০৪.৪০ কিঃ মিঃ।
(খ) পাকা রাস্তাঃ ৯২.৩৮ কিঃমিঃ 
(গ) কাঁচা রাস্তাঃ ৭৯১.৩৭ কিঃ মিঃ। 
(ঘ) অন্যান্য (সলিং+আরসিসি): ২১.০৫ কিঃমিঃ। 
(ঙ) রেল ও নদী পথঃ  নাই।

১৯। বিদ্যুৎ সংক্রান্তঃ
(ক) চউই বৈদ্যুতিক লাইনঃ ২৫০ কিঃ মি ( গ্রাহক সংখ্যা-১০,৫০০ টি)। 
(খ) জঊই বৈদ্যুতিক লাইনঃ ৪১৫ কিঃ মিঃ ( গ্রাহক সংখ্যা-১৩,২৫১ টি)। 
(গ) কৃষি কাজে গ্রাহক সংখ্যাঃ চউই-৬৩টি, জঊই-১৯২টি (গভীর নলকূপ ও অগভীর নলকূপ)।

২০। সমবায় সমিতি সংক্রান্তঃ
(ক) কেন্দ্রীয় সমবায় সমিতি সংখ্যাঃ ০১টি। 
(খ) কৃষক সমবায় সমিতির সংখ্যাঃ ২১৩ টি (সদস্য সংখ্যা-৫৬৩০ জন)। 
(গ) মহিলা সমবায় সমিতির সংখ্যাঃ৫৭ টি (সদস্য সংখ্যা-১৪৯৬ জন) 
(ঘ) সাধারণ ও অন্যান্য সমবায় সমিতির সংখ্যাঃ ৩৩০ টি (সদস্য সংখ্যা-১৮,৯৬০ জন)। 
২১। ভূমি সংক্রান্তঃ
(ক) বন্দোবস্তুযোগ্য খাস জমির পরিমাণঃ ১৫৭২.৯৪ একর (কৃষি) 
(খ) বন্দোবস্তুযোগ্য খাস জমির পরিমাণঃ ১.৬৪২৫ একর (অকৃষি)
(গ) অর্পিত সম্পত্তি ‘ক’ তফসিলভুক্তঃ ৩১৪.৮১ একর 
(ঘ) অর্পিত সম্পত্তি ‘খ’ তফসিলভুক্তঃ ৩৩৭৬.০৪ একর 
(ঙ) ভি.পি সম্পত্তির পরিমাণঃ ৩১৪.৮১ একর 
(চ) গুচ্ছ গ্রামঃ  ১টি (পুনর্বাসিত পরিবার-৪০ টি)।
(ছ) আশ্রয়ন প্রকল্পঃ ০১টি (পুনর্বাসিত পরিবার-৩০ টি)।
(জ) আবাসন প্রকল্পঃ ০১টি (পুনর্বাসিত পরিবার-৫০ টি)।
(ঝ) মোট হাট বাজারের সংখ্যাঃ ২৯ টি।

২২। কৃষি সংক্রান্তঃ 
(ক) উপজেলা প্রধান কৃষি উৎপাদনঃ  ধান, গম, ভুট্রা ও বিভিন্ন প্রকার সবজি ইত্যাদি। 
(খ) নীট ফসলি জমির পরিমাণঃ  ২৮,৩৫০ হেক্টর। 
(গ) কৃষি বøকের সংখ্যাঃ  ৩৭ টি।
(ঘ) কৃষি পরিবারের সংখ্যাঃ  ৭৫,৫০০ টি । 
(ঙ) সার ডিলারের সংখ্যাঃ ১২ জন। 
(চ) খাদ্যশস্য চাহিদাঃ ৬৫৯৭০ মেঃ টন।
(ছ) মোট খাদ্যশস্য উৎপাদনঃ ১৫৬২৯৩ মেঃ টন।
(জ) সেচ যন্ত্রের সংখ্যাঃ গণক-২৩৪টি, অগভীর নলকূপ-৪২২০ টি, 
পাওয়ার পাম্প-২৯৪ টি। 
(ঝ) মোট সেচকৃত জমির পরিমাণঃ ২২১০০ হেক্টর। 
(ঞ) গুটি ইউরিয়া তৈরির মেশিনঃ ২৫ টি। 
(ট) মাটি পরীক্ষার মিনি ল্যাবঃ  ০৫ টি।

২৩। খাদ্য পরিস্থিতি সম্পর্কিতঃ 
(ক) এলএসডি সংখ্যাঃ ০৩টি। 
ধারণক্ষমতা

১) হালুয়াঘাটঃ ৭টি গুদাম ৪০০০ মেঃ টন। 
২) নাগলাঃ ১টি-৫০০ মেঃ টন। 
৩) শাকুয়াইঃ ০১টি, ৫০০ মেঃ টন। 
(খ) খাদ্যে স্বয়ংসম্পন্ন কিনা ?  হ্যাঁ। উদ্বৃত্ত এরিয়া। 
২৪। উপজেলায় বহমান নদী/ শাখা নদীর নাম ঃ মেনেং নদী, কংশ নদী, চেওয়াইল নদী, বোরাঘাট নদী, 
বান্দরঘাটা নদী, বরাক জোড়া নদী ও রামখালী নদী ইত্যাদি।

২৫। উপজেলায় কর্মরত গুরুত্বপূর্ণ এনজিও’র নামঃ আইপিডিএস, কারিতাস, ওয়ার্ল্ডরিনিউ 
ব্র্যাক, সারা সৌহার্দ্য-ওও, ও সিমবায়োসিস ইত্যাদি।

২৬। উপজেলায় দর্শনীয় স্থান সমূহের নাম- ১) তেলিখালী শহীদ মুক্তিযোদ্ধা গণকবর। 
২) কড়ইতলী ও গোবরাকুড়া স্থল বন্দর। 
৩) সূর্য্যপুর রাবার ড্যাম্প। 
৪) বিড়ইডাকুনি কাথলিক গীর্জা ঘর। চলমান পাতা-৩
২৭। ভারত হতে কয়লা আমদানির জন্য স্থল বন্দঃ ০২ টি। (গোবরাকুড়া ও কড়ইতলী)।

২৮। ডাকবাংলো/ রেস্ট হাউজের সংখ্যাঃ ০২টি (ক) জেলা পরিষদের ০১টি (খ) সড়ক ও জনপদ বিভাগের পরিদর্শন বাংলো ১টি (পুরাতন)।

২৯। পেট্রোল পাম্পের সংখ্যাঃ ০২ টি 
ক) মুন ফিলিং স্টেশন-ধারা বাজার 
(ধারনক্ষমতা ডিজেল-২৬,৯৩০ লিঃ 
ও পেট্রোল-১৯,৯০০লিঃ)। 
খ) আরফান ফিলিং স্টেশন, নাগলা 
(ধারনক্ষমতা ডিজেল-৩৬০০০ লিঃ, 
পেট্রোল-১৩০০০, অকটেন-৭০০০ লিঃ )
৩০। পানীয়জল ও স্যানিটেশন সংক্রান্তঃ 
(ক) কভারেজ হারঃ গড়ে ৭৮.৬৩%। 
(খ) মোট চালু নলকূপের সংখ্যাঃ ৩০০৫টি।
(গ) অগভীর চালু নলকূপের সংখ্যাঃ ১৬৯৯ টি। 
(ঘ) তারা পাম্পঃ ১২৬৯ টি।
(ঙ) সুপার তারাঃ ০৯ টি। 
(চ) রিংওয়েল নলকূপঃ ২৮ টি।
৩১। সীমান্ত ফাঁড়ির সংখ্যাঃ ০৬টি (১) তেলিখালি (২) কড়ইতলী (৩) গোবরাকুড়া 
(৪) আইলাতলী (৫) সূর্য্যপুর ৬) বান্দরকাটা।